বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি দেওয়ার মাধ্যমে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়।
প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিবলেন, ‘দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনে আমরা দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যাতে কোনও কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।’
বরিশাল বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নাম ও সংসদীয় আসন উল্লেখ করা হলো-
বরগুনা- ১ আসনে মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি।
পটুয়াখালী- ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার, সালমা আলম, পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন, মো. শাহজাহান, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মুনির। ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান।
পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া।
বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান, বরিশাল-২ আসনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, সেলিমা রহমান, বরিশাল-৪ আসনে মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান, বরিশাল-৫ আসনে মজিবর রহমান সারোয়ার, এমাদুল হক চাঁন, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান, রশিদ খান।
ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ আসনে হাফিজউদ্দিন আহমেদ, কামাল হোসেন, ভোলা-৪ আসনে নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম।