ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা-বলাৎকার!
বলাৎকার!
———–ভূপেন্দ্র নাথ রায়
বলাৎকারে বলাৎকারে
সারা দেহে পাশবিক অত্যাচারে,
নরমাংসের অমিয় স্বাদে
নরপশু সবলে ঝাঁপিয়ে পড়ে
অট্টহাসি হেসে।।
সারা দেহে পাশবিক অত্যাচারে,
নরমাংসের অমিয় স্বাদে
নরপশু সবলে ঝাঁপিয়ে পড়ে
অট্টহাসি হেসে।।
অসহায় নারী
সম্ভ্রম বাঁচাতে তার পূর্ণ শক্তি দিয়ে,
হাত পা শূণ্য ছুড়ে
ব্যর্থ চেষ্টায় বারেবারে অসার দেহে,
ধরীত্রি কাঁদে তার আর্তনাদে।।
সম্ভ্রম বাঁচাতে তার পূর্ণ শক্তি দিয়ে,
হাত পা শূণ্য ছুড়ে
ব্যর্থ চেষ্টায় বারেবারে অসার দেহে,
ধরীত্রি কাঁদে তার আর্তনাদে।।
অশ্রু সজল নয়নে
কত আকুতি-বিকুতি,
হাতে ধরি, পায়ে পড়ি
তবুও পাষন্ডের হয় না-
তিলসম সুমতি।।
কত আকুতি-বিকুতি,
হাতে ধরি, পায়ে পড়ি
তবুও পাষন্ডের হয় না-
তিলসম সুমতি।।
নিয়ত এ বলাৎকার
জর্জরিত করেছে সমাজ সংসার,
দেশে দেশে সমাজসেবীর বেশে,
নর নারীকেই শুধু নয়,
বলাৎকার প্রতীয়মান প্রতিটি স্তর।।
জর্জরিত করেছে সমাজ সংসার,
দেশে দেশে সমাজসেবীর বেশে,
নর নারীকেই শুধু নয়,
বলাৎকার প্রতীয়মান প্রতিটি স্তর।।
স্বাধীনতা খর্ব সকল কর্মক্ষেত্র,
ছড়িয়ে ছিটিয়ে বিত্ত বৈভবে,
নিষ্পেষিতের হাহাকারে-
এওতো নমুনা বলাৎকারের;
বসের খেয়াল খুশি স্বভাবে।।
ছড়িয়ে ছিটিয়ে বিত্ত বৈভবে,
নিষ্পেষিতের হাহাকারে-
এওতো নমুনা বলাৎকারের;
বসের খেয়াল খুশি স্বভাবে।।