ডামুড্যায় পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে আগুন।
মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা(শরীয়তপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডামুড্যা চুরির পরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ ধারনা করা হচ্ছে। ঘটনাটি ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মজিদ সরদার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীরা বলেন, রাত ১২:৩০ টা নাগাদ বাড়িতে বেরাতে আসা রতন মিয়া জানালা দিয়ে দেখেন বাড়ির পাশে খাবারের ঘরে আগুন জ্বলতে দেখেন। তখন তার ডাকচিৎকার শুনে আসেপাশের লোকজন ছুটে আসে। লোতজন আসার টেরপেয়ে দূর্ষকৃতি কারীরা পালিয়ে যায়। পরে মসজিদের মাইকে ঘোষণা করলে এলাকার লোক জন আসে। লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে করেন। বাড়ির তিনটি ঘর পুরে যায়। আর একটি ঘরে কিছু অংশ পুরে যায়। আগুন লাগানোর আগে বাড়ির বাহিরে দিয়ে প্রত্যেকটি ঘরে তালা মারে দূর্ষকিতি কারীরা।
আব্দুল লতিফের স্ত্রী রওশনারা বিবি বলেন, দীর্ঘদিন যাবত খলিল সরদার আমাদেকে মারার হুমকি দিয়। গত শুক্রবার আমার স্বামী ওপর চওরা হন। তারি ধারাবাহিকতার গতরাতে আমার বাড়িতে প্রথমে চুরি পরে আমার বসতবাড়িতে আগুন দেয়। এতে জরিত থাকতে পারে মোকলেস সরদার (৬০),মজিবর সরদার (৩৫),আজিজুল হক (২৫),সোহাগ সরদার (২৫)।
খলিল সরদারের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় নি।
এ ব্যাপারে ডামুড্যা থানা ওসি মাহবুবুর রহমান চৌধুরী বলেন, থানায় জিডি হয়েছে, পুলিশ ঘটনা তদন্ত করেছেন।
-
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।