সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- “বসন্তের সৌরভ”
বসন্তের সৌরভ
—–সেলিনা জাহান প্রিয়া
আমায় শুদ্ধ করো প্রস্ফুটিত করো ঘুম থেকে,
বিকশিত করো বসন্তের আসার আগেই হে
আমার ব্যাকুল হৃদয় অপেক্ষায় জাগ্রত স্বপ্নে
নিস্বঙ্গতা সুখ আমি ভোগ করেছি সেই স্বপ্ন দেখে।
অনেকটা সময় অমাবস্যার নগ্ন নৃত্য দেখছি চেয়ে
অসীম শূন্যতা আর বিস্তির্ণ আকাশের হাহাকার নিয়ে,
বিভোর জলরাশির মত্ততায় আমাকে শুদ্ধ করো,
সমুদ্র জলে রেখে আমাকে পবিত্র করে নাও জীবন।
আমার শরীর, আনন্দ বেদনা নিয়ে গড়া এক অন্ধ,
শিরা উপশিরা ছড়িয়ে আছে, উল্কার মতো কষ্ট,
ছুটে চলছে ক্লান্তাহীন লক্ষ কৌটি রক্ত কণিকায়
আমায় শুদ্ধ করো একটু শিশির ছোঁয়ায় হে বসন্ত।
সংগোপনে জীবনের অনেকটা পথ হেঁঠেছি তাই
বিভোর জলরাশির সেই কবে থেকে ডুবে কুল চায়
যেমন বসন্তের চিরচেনা স্নিগ্ধ পলাশের আগুনে
পুড়েছি বুকের ভেতর জমানো অব্যক্ত বাসনায়।
আমি ঘুমিয়ে ছিলাম সময়ের অন্তজালে মহাকালে
যেন প্রাণহীন নিথর জড় জেগে জীবনের কোলাহলে,
তোমার আলতো ছোঁয়ায় হঠাৎ জেগে উঠেতে চাই।
অজস্র জন্ম ধরে আমি স্বপ্নে দেখেছিলাম যেমন
নিজের ভেতরে অন্যকোন জীবন নিয়ে কেউ ডাকবে
কোন কালেই আমার জেগে উঠার প্রয়োজন ছিলো না
জাগতিক পৃৃথীবির নিয়ন আমাকে উদ্ভাসিত করো
জীবন অথবা মৃত্যুর মতো সদা সত্য জীবন চাই।
আমায় শুদ্ধ করো প্রস্ফুটিত করো ঘুম থেকে,
বিকশিত করো বসন্তের আসার আগেই হে পন
আমি জেগে উঠতে চাই মহুয়া বনের ফুলে ফুলে
বাতাসে ছারাতে চাই বসন্তের সুদ্ধ সৌরভ জীবনে।।