এম এস ইসলাম আকাশ এর কবিতা-বসন্ত বন্ধনা
বসন্ত বন্ধনা
এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ
আজ পহেলা ফাল্গুন
সর্বত্র জ্বলছে হলুদ আগুন,
চারুকলা থেকে টিএসসির চত্ত্বর
আকাশে বাতাসে যেন উঠেছে ঝড়।
কোকিলের কুহুতান
প্রাণ করে আনচান,
এসেছে বসন্তকাল
মন তাই উন্মাতাল।
ফাগুনের এই আগুন ঝরা দিনে
তোমায় প্রিয়া বারে বারে পড়ে মনে,
রমনার বটমুলে সময়ের হিসাব ভুলে
এমনি এক বসন্ত দিনে হাত নিয়েছিলা
তুলে।
আজ ভুলিনি সে দিনের কথা
যদিও এসেছে জীবনে অনেক ব্যস্ততা,
তুমি রয়েছো তবুও হৃদয়ের নিবিড়তায়
বসন্ত দিনের সম্পর্ক যেমন ফাগুনের
হৃদ্যতায়।
ফাগুন আসে ফাগুন যায় সময়ের প্রবাহ
মানতায়
রেখে যায় শুধু স্মৃতির পসরা গভীর
মুগ্ধতায়,
ভালবাসি ভালবাসি প্রিয়া কোকিলের
কুহুতানে
ফিরে আসি বারে বারে বসন্ত বন্ধনায়
তোমার পানে।
চমৎকার। বেশ সুন্দর।