মো. সেলিম হোসেন এর কবিতা – বাংলাদেশের মাটি
বাংলাদেশের মাটি
——————- মো. সেলিম হোসেন
আমার ভাইয়ের রক্তে ভেজা
বাংলাদেশের মাটি,
প্রাণের চেয়ে অনেক দামি
সোনার চেয়ে খাঁটি।
আপন মাটি বুকে নিয়ে
ঘুমে আছেন ভাই,
কর্ণ পেতে কণ্ঠ যে তাঁর
শুনতে আজো পাই।
গাইছে যেনো ভাইয়া আমার
স্বাধীনতার গান,
দরাজ ভরা কণ্ঠ যে তাঁর
মাতাল করে প্রাণ।
এই যে মাটি করতে স্বাধীন
শহীদ হলেন যাঁরা,
অমর হয়ে আজো আছেন
বাংলার কোলে তাঁরা।
প্রকাশিত- মাসিক ফুলকুঁড়ি, জানুয়ারি- ২০০৬ ইং