বাংলা চলচ্চিত্রের ‘জজ’ খ্যাত অভিনেতার ইন্তেকাল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

বাংলা চলচ্চিত্রের ‘জজ’ খ্যাত অভিনেতা ছিলেন এ কে কোরেশী। চলচ্চিত্রের প্রিয় এ মানুষটি আর বেঁচে নেই।লস অ্যাঞ্জেলেসের ভিনসেন্ট হাসপাতালে গত ১০ জানুয়ারি তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, ১২ জানুয়ারি পামডেল কবরস্থানে বাদ জোহর মরহুমের জানাজা ও দাফন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। চলচ্চিত্র অঙ্গনের ছোট একাধিক চরিত্র করার জন্য তিনি জনপ্রিয়। বেশিরভাগ সময় তাকে পাওয়া গেছে জজ অথবা পুলিশ কর্মকর্তার ভূমিকায়। শতাধিক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন এ কে কোরেশী। পাওয়া গেছে বিজ্ঞাপনচিত্রেও। এছাড়া তিনি পশ্চিমা জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য এক্সফাইলস’-এর দুটি পর্বে কাজ করেছেন। কোরেশী গত কয়েক বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

এ কে কোরেশী ১৯৩৭ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শুরু থেকেই তিনি চলচ্চিত্র শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন। শব্দগ্রাহক হিসেবেও তার বেশ সুনাম ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!