সাকিব জামাল এর কবিতা-বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয়!

 

বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয়!

কিছুক্ষণ পরেই পাওয়া যাবে একুশে চেতনার মুখোশ !
ইংরেজি, হিন্দি, উর্দু প্রেমিক’রাও লুকাবে তার আড়ালে চৌকষ!

“বাংলাটা আসেনা” – বলা বাহাদুরও আওড়াবে বাংলা প্রেমের বুলি!
ভিনদেশি সুরে নেচে বেড়ানো ভাঁড়ও বাজাবে বাংলা গানের ঢুলি!
বাংলা কবিতা, বাংলা গান – একমাস চলবে উঠোন থেকে অন্দরমহল !
পরেই ভুলে, ফিরবে যার স্বরূপে – কথনে, বলনে, চাল-চলনে ঠিক আগের সকল!
বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয় ! এমন ছলনা আর নয়!
সবসময় চাই বাংলা প্রেম, চাই বিশ্বজুড়েই হোক বাংলার জয়।
জানোইতো ইতিহাস । আম্রকানন স্বাক্ষী, স্বাক্ষী ঐ কৃষ্ণচুড়ার লাল-
পলাশীর চত্বর স্বাক্ষী, সাক্ষী ঐ কলাভবনের ঐতিহাসিক দেয়াল।
আর বায়ান্নে গড়া ভালোবাসার শহীদ মিনারতো আছেই উচু শিড়ে ঠিক –
তবে কেন নিচু করবো শিড় ? কেন আমাদের বাংলা প্রেম হবে ক্ষণকালের? কেন হবে সাময়িক! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!