আজ টাঙ্গাইলের তরুন আ’লীগ নেতা বাপ্পীর ১৬তম মৃত্যুবার্ষিকী
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পির আজ মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় আমিনুর রহমান খান বাপ্পি সন্ত্রাসী হামলায় টাঙ্গাইল শহরের কলেজ পাড়া এলাকায় তাঁদের বাসার কাছে নিহত হন। এ সময় বাপ্পির সঙ্গী আবদুল মতিন নামের এক ব্যক্তিও নিহত হন। এদিকে টাঙ্গাইলে বাপ্পির মৃত্যুবার্ষিকী পালন নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে টাঙ্গাইল আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ। ফলশ্রুতিতে সংঘর্ষ এড়াতে টাঙ্গাইল শহরে ও আশেপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে আগামি শনিবার বিকাল পর্যন্ত ৩ দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বাপ্পি হত্যাকাণ্ডের দুইদিন পর ২৩ নভেম্বর আমিনুরের বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা করেন। মামলায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ সিদ্দিকীর দুই ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা বিএনপির নেতা আলী ইমাম তপন, পৌর কমিশনার রুমি চৌধুরী, ছাত্রদল নেতা আবদুর রৌফসহ ২০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম ২০০৭ সালে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এই মামলার আসামি রুমি চৌধুরী ও আব্দুর রৌফ ২০০৪ সালের অক্টোবরে সশস্ত্র হামলায় নিহত হন। এই দুজনের হত্যা মামলায় এমপি রানা ও তার ভাইদের আসামি করে মামলা করা হয়।
টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খানের ছেলে এবং সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো জেলা। দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইন-শৃংখলার অবনতি ঘটার আশংকা থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।