” বাবা ”
” বাবা ”
রুদ্র ম আল-আমিন
হাত ধরে নিয়ে চল বাবা
ওই পথে আবার ফিরব তোমার সাথে
আমি যে অনেক দুর যেতে চাই হেটে হেটে
ক্লান্ত পথে ঘুমিয়ে গেলে
আমি কি হারিয়ে যাব তোমায় ছেড়ে
বাবা, ওই খানে তোমার কে আছে?
যখন রাত্রি হয় বকেরা তখুন কোথায় লুকায়
আমায় দেখাবে তার ঘুমোনোর বাড়ি কোথায়?
পাখিরা কেন তবে মাঠের ধান খায়
রেলগাড়ি মেলাদুর যায়,
আমায় কেন উঠায় না তায়
মায়ের বাড়ি, বাবা আমাদের বাড়ি নয়
কেন মায় একা একা রয়।
ওইখানে ভাই থাকে, ভাই কি আমার নয়?
বাবা আমায় কিন্ত রাখিও হাত ধরে।
বড় হলে ফেরাতাম মাকে
তখুন তুমি আর মা একসাথে আমরা এক ঘরে এক সাথে।
আর কতদুর, পথ কি ফুরোবার নহে
ভাগ্যিস ছোট্র দিদি সংগে আসেনি তবে
রৌদুরে পুড়ে কাঁদতো আমায় ধরে
তোমার কোলে মা মা বরে ডাকতো সারাক্ষন ভরে।
বাবা মা কেন একা থাকে আমাদের ফেলে?
বাবা আমি ডাক্তার হলে
মায়ের অসুখ আমি কি ভালো করিতে পারিব তবে।
কেন মানুষের অসুখ হয়
মায়ের কিসের ব্যাথা জাগে তায়।
বাবা মায়ের নাকি ভৃতে ধরেছে তায়।