আওলাদ হোসেন এর কবিতা-বাবার প্রাণ জেগে রয় আজো
বাবার প্রাণ জেগে রয় আজো
আওলাদ হোসেন
হঠাৎ তোমারই স্মরণে কত কাল হয়ে গেল পার।
বাবারা জন্ম দিয়েই খালাস
মায়েরা প্রতিপালনে ব্যস্ত
পিতার ঔরসজাত সন্তান
মাতার কোলে কাঁখে মানুষ
তারপর পৃথিবীর ঘূর্ণনে
ঘুরছে সবাই বেহুষ।
বছরের পর বছর কেটে গেল
সময় অপেক্ষা করেন না ভবে
সন্তানেরা ছড়িয়ে পড়লো দূর দূরান্তরে
পুত্র কন্যা সবাই খোঁজ খবর নেয়
কখন কোন খাবারের সময় পার হয়ে গেল
এখন ওয়াশিংটনে কয়টা বাজে
এখন লন্ডনে কয়টা বাজে
ধনীর দুলাল দুলালীরা কত সুখে
গরীবের ঘরেও চলে একই রেওয়াজ
মধ্যবৃত্তের জন্য সকল আয়োজন
কে এসেছে কে আসে নাই
কে খেয়েছে কে খায় নাই
এক ডজন ছেলে মেয়ে
এক ডজন আত্মীয় স্বজন
সবাই এসেছে ঘিরে বিদায়ের আয়োজন
মা সেতো অনেক দূরে ক্্রন্দন রত
ছোট ছেলে মেয়েরা সন্তানাদি সহ
আঁখি ছল ছল, বাকরুদ্ধ কি আছে কহিবার
পিতার কন্ঠে এবার বেজে ওঠে, “বাবা তুমিই সবার বড়”
ওদের দেখে রেখ, তোমারই দিয়ে গেলাম ভার
পৃথিবীর একই নিয়ন্ত্রণ চলে সর্বত্র
পিতারা দিয়ে যায় গুরুভার বাবা তুমিই বড় সবার।