বিআরএফ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা শাখার কেক কর্তণ ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), বগুড়া জেলা শাখার উদ্যোগে ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালনোপলক্ষ্যে কেক কর্তণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ মে ২০১৮) দুপুর ১.৩০ মিনিটে বগুড়া শহরের সনাতন ধর্ম মন্দিরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিআরএফ এর বগুড়া জেলা শাখার সভাপতি সহদেব রবিদাস।
বিআরএফ এর বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাসের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনজিৎ রবিদাস, ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুরান রবিদাস, সারিয়াকান্দি উপজেলা শাখার অর্থ সম্পাদক বিনয় রবিদাস প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তাগণ বলেন, “মাত্র এক বছর সময়ের মধ্যেই বিআরএফ বাংলাদেশের ৪৭টি জেলা/উপজেলায় ছড়িয়ে পড়েছে। এটি সারাদেশের অনগ্রসর প্রায় ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর জন্য খুব আশা জাগানিয়া বিষয়। আগামীতে সারাদেশের রবিদাস জনগোষ্ঠীকে বিআরএফ এর মাধ্যমে তাদের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখতে বিআরএফ বদ্ধ পরিকর। এক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা একান্তভাবে কাম্য।” সংবাদ বিজ্ঞপ্তি।