বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ মোতায়েন
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকেই এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ কয়েকজন নেতাও আসামি রয়েছেন। এ বিষয়টিকে মাথায় রেখে এ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নয়াপল্টনের বিভিন্ন গলিতে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানসহ রাখা হয়েছে পুলিশ ভ্যান।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা যেকোনো অপতৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছেন।
এদিকে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে সংবাদ কর্মী ছাড়া কোন কেউ নেই।