বিএনপির মনোনয়ন পেলেন যারা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দলীয় প্রার্থীদের হাতে চিঠি হস্তান্তর শুরু করছে বিএনপি। সোমবার বগুড়া ৬ ও ৭ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় মনোনয়নের চিঠি যাঁরা পেয়েছেন, তাঁদের একটি তালিকা দলীয় সূত্রের কাছ থেকে পাওয়াগেছে । এই তালিকা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকায় যাঁদের নাম আছে, তাঁরা হলেন-
খালেদা জিয়া- বগুড়া ৬, ৭
জহির উদ্দিন স্বপন- বরিশাল ১
মোয়াজ্জেম হোসেন আলাল- বরিশাল ২
সেলিমা রহমান- বরিশাল ৩
রাজিব আহসান/মেসবাহউদ্দিন- বরিশাল ৪
মজিবুর রহমান সারোয়ার- বরিশাল ৫
আবুল হোসেন- বরিশাল ৬
শাহজান ওমর- ঝালকাঠি ১
ইসরাত জাহান ইলেন ভুট্টো- ঝালকাঠি ২
ব্যারিস্টার আমিনুল হক- রাজশাহী ১
মিজানুর রহমান মিনু- রাজশাহী ২
শফিকুল হক মিলন- রাজশাহী ৩
আবু হেনা- রাজশাহী ৪
নাদিম মোস্তফা- রাজশাহী ৫
আবু সাঈদ চান- রাজশাহী ৬
তাইফুল ইসলাম টিপু- নাটোর ১
রুহুল কুদ্দুস তালুকদার দুলু- নাটোর ২
আলতাফ হোসেন চৌধুরী- পটুয়াখালী ১
শহিদুল আলম/মনির হোসেন- পটুয়াখালী ২
হাসান মামুন- পটুয়াখালী ৩
এবিএম মোশাররফ হোসেন- পটুয়াখালী ৪
মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ- দিনাজপুর ১
সাদিক রিয়াজ পিনাক- দিনাজপুর ২
সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোফাজ্জল হোসেন দুলাল- দিনাজপুর ৩
হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া- দিনাজপুর ৪
এজেডএম রেজওয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু- দিনাজপুর ৫
লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল- দিনাজপুর ৬
মেজর (অব:) হাফিজ উদ্দিন- ভোলা ৩
নাজিম উদ্দিন আলম- ভোলা ৪
শাহদাত হোসেন সেলিম- লক্ষ্মীপুর ১ (এলডিপি)
আবুল খায়ের ভুইয়া- লক্ষ্মীপুর ২
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী- লক্ষ্মীপুর ৩
আশরাফ উদ্দিন নিজান- লক্ষ্মীপুর ৪
তাইফুল ইসলাম টিপু/ অধ্যক্ষ কামরুন নাহার শিরীন- নাটোর ১
রুহুল কুদ্দুস তালুকদার দুলু- নাটোর ২
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন- নোয়াখালী ১
জয়নুল আবদীন ফারুক- নোয়াখালী ২
মোহাম্মদ শাহজাহান- নোয়াখালী ৩
ব্যারিস্টার মওদুদ আহমদ- নোয়াখালী ৫
ফজলুল আজিম- নোয়াখালী ৬