র্যালির এক প্রান্ত মালিবাগ, আরেক প্রান্ত নয়াপল্টনেই
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত র্যালি করছে বিএনপি। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে।
র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। রাস্তায় মানুষ আর মানুষ। অনেকটা যেন গণমিছিলেরই আবহ নেয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালি। র্যালিটির প্রথম প্রান্ত মালিবাগ পৌঁছালেও এখনও র্যালির বড় অংশ নয়াপল্টনেই রয়েছে।
বিকেল ৩টা ৩০ মিনিট শুরু হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিক বিকেল ৪টার দিকেও র্যালির বড় অংশ নয়াপল্টনে দেখা যায়। জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে নেতাকর্মীরা উত্তাল করে তুলেছে র্যালিটি।
দল ও জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে মিছিল সহকারে এসে র্যালিতে অংশ নিয়েছেন তারা। কারো কারো হাতে রয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, কারো হাতে রয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড।
এর আগে দুপুর আড়াইটায় র্যালি শুরু হওয়া কথা থাকলেও বেলা ১১টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে দলের প্রধান কার্যালয়ের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। ঘণ্টাখানেক পরই দুপুর ১২টার দিকে নয়াপল্টন লোকে লোকারণ্য হয়ে উঠে।
গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার (২ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টে আত্মসমর্পণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ফলে দুপুর দুইটায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বিকেল সোয়া ৩টা) শুরু হয়নি। পরে দলের শীর্ষ নেতারা উপস্থিত হলেই র্যালি শুরু হয়।