বিতর্ক প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“পুঁজি বাজারের স্থিতিশীলতা রক্ষায় বিনিয়োগকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ” বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘ইউসিবি ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডাব্লিউইউ)।
শনিবার, ০৫ জুন ২০২১, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা।
ডিবেট ফর ডেমোক্রেসি’র সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, “আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো। তাদের বিতর্কের প্রতি প্রেম ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতাই আসলেই মনমুগদ্ধকর। আমি ডিবেট টিমের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।”
বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম।
এ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আর বিরোধী দল হিসেবে ছিলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।