ডা. আওলাদ হোসেন এর কবিতা-বিদ্যা
বিদ্যা
-আওলাদ হোসেন
বিদ্যা দিলেই বিদ্যা ঢুকে
কে বলিল এমন কথা
বিদ্যা মাথায় ঢুকলে পরে
মাথাই যদি যায় বা উড়ে
তাইতো মাথায় বিদ্যা নেই
কাজে কর্মে দু:খ নেই
কেমন করে ঢুকবে বিদ্যা
পথের মাঝেই পরের নিন্দা
না দেখেই যা বিশ্বাসী হয়
দেখতে কেমন সেটাই ভয়।
মরার পরে জন্ম নিবে
যা চাইবে তাহাই পাইবে
তারপরও কিসের ভয়
ভয় একটাই দেখা না দেয়
আমার কাছে বিদ্যা একটাই
মৃত্যুর পর পুনরায় জন্ম নেয়াই
এই বিদ্যার অর্থ কি?
দর্শনেরই প্রাপ্তি কি?
আবার জন্ম হবেই যদি
বিশ্বাসের এই মর্মভেদী
তোমায় পাব আবার আমি
শত সহস্রে শুধুই তুমি
এ কোন বিদ্যা এ কোন সার
এ কোন ধর্ম এ কোন কর্ম
কেমন করে পাব তারে
ভবের হাটে নিত্য ঘুরে
ঘুরেই যদি ঘুরায় সে কে
এটাই জাল এটাই বিদ্যা
এটাই কর্ম এটাই ধর্ম।