টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
উফশী ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের প্রণোদনা কর্মসূচীর আওতায় ঘাটাইলের ২শত কৃষক দের মাঝে বিনামুল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয় । ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভ’মি মোসা.নুরনাহার বেগম, কৃষি কর্মকর্তা মো.আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা.মুহাম্মদ সাইফুল আবেদিন, শামীমা আক্তার, সমবায় কর্মকর্তা সওকত হোসেন প্রমুখ।
এসময় প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১৫কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।