ঘাটাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে ২০২০-২১ অর্থ বছরে দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুর্নবাসন ও রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে ৷ আজ ১৮ই নভেম্বর (বুধবার) উপজেলা হল রুমে সকাল ১১টায় কৃষকদের মাঝে এই প্রনোদনা প্রদানের উদ্বোধন করা হয় ৷
ঘাটাইল কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মুহাম্মদ শাহজাহান প্রমুখ ৷
উক্ত অনুষ্ঠানে ঘাটাইলের বিভিন্ন এলাকার ২৮শ কৃষকদের মাঝে ২০কেজি করে সার ও ১কেজি করে সরিষার বীজ বিতরন করা হয় ৷