সেলিনা জাহান প্রিয়ার কবিতা-বিরহী চাতিকা
বিরহী চাতিকা
সেলিনা জাহান প্রিয়া
আষাঢ় শ্রাবনে বরষা বাদলে…
বিনি সুতোর মালা বুঝি, এমন-ই জড়ায়,
তোমার দৃষ্টি ছোঁয়া, অমোঘ মায়ায়!
আমি ছিলাম প্রাণ হীন অবয়ব
মোমের পুতুল মাত্র
এ অনুভূতি এ স্পর্শ আমায় কেউ দেয়নি
আমি ছিলাম অবুঝ প্রেমের খেলনা
আমি ছিলাম কঠিন বরফ
কারো উষ্ণতায় তরল হয়েছি মাত্র ।
হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো
অনিচ্ছা-উদাসীনতা,
অলীক কল্পনায় বিভোর
চিরকাল অচেনা থেকে যায়
অভিমানের কাব্য গুলি।
নাচায় মোরে কোন সে বাদক
সুরের মোহজালে,
বিনি সুতোর মালা বুঝি, এমন-ই জড়ায়,
পরান কাড়া সুর লহড়ী
আবীর রাঙ্গা সাঁঝে ।
আমার হৃদয়ের গহীন গভীরে
পাল তোলা নাও যেন
উথাল পাথাল ঢেউ তোলে সমূদ্রে
মনে মনে নিজের অজান্তে আঁকি
সোনালী হৃদয়ে রূপালী ছবি।
বরষার আকাশে জল মেঘ ভাসে
বিরহী চাতিকা ডাকে আহা দূরের বনে
বর্ষার আকাশে কালো মেঘ উড়ে
কত যে কদম ফুল ফুটে আর ঝরে
পথ চেয়ে আছি সখী আসিবে তুমি ফিরে
ভালবেসে ফুল ভাসায় জলের বানে ।