মনোনিতা রহমান এর কবিতা- বিলাসী প্রেমের কাব্য
“বিলাসী প্রেমের কাব্য”
তুমি আছো বলে –
চাঁদের আলোয় জোসনা ভাঙ্গে।
ভোরের আলোয় চিকচিকে শিশির কণা গুলি
ধরা দেয় চোখে ।
তুমি আছো বলে –
অস্থির নির্ঘুম প্রহর শেষে তন্দ্রার ঢল নামে চোখে।
পাখির কিচির মিচিরে অপূর্ব শিহরন লাগে মনে।
তুমি আছো বলে –
আমি হারিয়ে নিরন্তর খুঁজে বেড়াই নিজেকে।
তুমি আছো বলে-
আগামীকালের জন্য বেঁচে থাকার তীব্র তৃষ্ণা জাগে ।
তুমি আছো বলে –
ভালোবাসার শীতল স্পর্শ খুঁজি তপ্ত সাহারাতে।
শ্রাবণ ধারায় দুচোখে ছেয়ে যায় আনন্দ অশ্রুতে।
তুমি আছো বলে –
বাতাসে চুম্বন আঁকি অর্জনের আহলাদে।
কামিনী গুচ্ছ সাজিয়ে রাখি মনের অজান্তে ।
তুমি আছো বলে –
অচেনা কেউ আপন হয়ে যায় অনুভবে, আর-
বিলাসী প্রেমের কাব্য লিখে চলি আনমনে।।