শাহীনের কবিতা – বিশ্বাস ঘাতক
বিশ্বাস ঘাতক
————- শাহীন
অন্ধকারে চুপিসারে পাশের বালিশে
এসে শোয় এক অবিশ্বাসী
ভালোবাসার সুনিপুন অভিনয়ের জাল বুনে
ভোগ করে যার রুপ যৌবন সর্বস্ব
সত্যি কি সে তাকে ভালোবাসে?????
না কি শুধু সার্টিপিকেটের জোরে??
চোখে মুখে সুখের স্বপ্ন নিয়ে
স্বামী নামক যে মানুষটির সাথে
সাত পাঁকে বাঁধা পড়লো
তাকে কি সে চিনতে পেরেছে????
না কি তাকে চেনাই হবে এ জীবনে?
শুধু সাইনবোর্ডের পরিচয়ে চলছে সব
দেহজ প্রেমের নিখুঁত আলপনায়
সে যে বড় পাকা শিল্পি
ফলের টান শরীরের ঘ্রান
কিছুই তাকে ফেরাতে পারে না
সে কি চায় কিসের টানে সে
অন্য পানে ধায়।।
সে কি প্রেম নাকি মোহ না তার স্বাভাব
একি ছাদের তলায় এ কোন
অবিশ্বাসের বসবাস
স্ত্রীর শরীরে শিকঁড় গেড়ে
বেড়ে উঠা সন্তান নামক ফুলটি কি ভালোবাসার
না কি শুধু কাগুজে সম্পর্কের ??????
*****আমার দেখা একটি সত্যি ঘটনার রুপক******