দিনাজপুরে বিশ্ব শিশু দিবস উদযাপন
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার” এ প্রতিপাকে সামনে রেখে দিনাজপুরে পালিত হলো বিশ শিশু দিবস-২০১৭। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী, দিনাজপুর জেলা শাখা আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম-এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা কার্যালয়ে মিশুদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম সিদ্দিক, মেহেরুন নেছা ডেভলপমেন্ট পাউন্ডেশন,দিনাজপুর’র হেড অব প্রগ্রাম মোঃ আব্দুল হামিদ, এনসিটিএফ,দিনাজপুর-এর ভলেন্টিয়ার মকিদ হায়দার শিপন, সানজিদা উর্মি প্রমুখ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।