রাজু আহমেদ এর কবিতা- বিষমাখা বাঁশরি
বিষমাখা বাঁশরি
রাজু আহমেদ
ঘুম ভাঙ্গে সুর শুনিয়া
কি আছে ঐ যাদুর সুরে,
কাছে ডাকে নিরবে আমায়
থাকি যতই অচিন দূরে।
নির্জনে ডাকে সদা মোরে
বিষমাখানো বাঁশরি তোর,
শুকনো বাঁশে করুণ সুরে
শুনে কাটাই দিন রাত্রি ভোর।
প্রেম সাধনে সাধন করলি
ভাসিয়ে সুর সুরের ভেলা,
সুরের মাঝে মন কারিলে
মন পায় খোঁজে প্রণয় খেলা।
গাইলে সুরে, মন হয় অসুর
সদা খোঁজে এই মন তোরে,
হারিয়ে এখন যাবি কোথায়
থাকিস সদা এই অন্তরে।
———————-