বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা করে তারা। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
অপরদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখা। দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা দ্রুত জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।