বেড়ার মাসুমদিয়া ইউনিয়নে বিশেষ সভায় আগামী অর্থ বছরে ২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৯শ টাকা বাজেট ঘোষণা
সৈয়দ আকতারুজ্জামান রুমী,পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনার বেড়া উপজেলার ৮নং মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্যে ২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৯ শ টাকা চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তার মধ্যে, উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং সার্বিক বাজেটে উদ্বৃত্ত ধরা হয় ৬৯ হাজার ৯শ টাকা।
তুলনামূলক (২০১৬-১৭) গত বছরের চেয়ে আগামী (২০১৮-১৯) অর্থ বছরের বাজেটে কৃষি সহ গণমুখি নানা উন্নয়ন পরিকল্পনায় ব্যয় বেড়েছে ২৬ লাখ ৩৭ হাজার ৮৮ টাকা।
গত ২৭ মে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সকল পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় সর্ব সম্মতিক্রমে মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিরোজ হোসেন এই বাজেট ঘোষণা করেন। এর আগে সরকারি নিয়ম অনুযায়ী গত ২৭ এপ্রিল আগামী অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
রাজস্ব ও উন্নয়ন এ দুটি খাতের অর্থ ব্যায়ের ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে,রাস্তা – ঘাট নির্মাণ, মেরামত ও সংস্কারের পাশাপাশি কৃষি,স্বাস্থ্য ও শিক্ষা খাতে। এ কারণে এবারের বাজেট কে সন্তোষ জনক বলে মনে করছেন স্থানীয় সুধি সমাজ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।