নিয়োগবঞ্চিত বে-সরকারী শিক্ষক নিবন্ধিতদের জরুরী সভা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“দাবি মোদের একটাই,
যেকোনো মূল্যে নিয়োগ চাই।”
—– এই স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামীকাল ১ মে সোমবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে অপরাজেয় বাংলার বটতলায় ১-১২ তম শিক্ষক নিবন্ধিতদের নিয়ে সার্বিক আলোচনা, রিট সমন্বয় ও পরামর্শ সভার আয়োজন করেছে।
উল্লেখ্য, ২০০৫ সালে মেধার ভিত্তিতে শিক্ষক বাছাই এবং স্বচ্ছ ভাবে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে সরকার এনটিআরসিএ (NTRCA) গঠন করে দায়িত্ব দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি নিবন্ধন প্রাপ্ত প্রার্থীদের কাছে ২০ জুলাই/১৬ আবেদন পত্র আহ্বান করেছিল এবং ৯ অক্টোবর/১৬ নির্বাচিতদের ফলাফল প্রকাশ করে। কিন্ত এনটিআরসি’র ফলাফলে নানা অসঙ্গতি দেখা যায়। এতে মেধা, উপজেলা কোটা কোনটাই সঠিকভাবে অনুসরন করা হয়নি। বরং একই প্রার্থী ১ম, ২য় ও ৩য় মেরিট লিস্টে নির্বাচিত হয়। এনটিআরসিএ’র নিয়োগ (বেশীর ভাগ ক্ষেত্রে অবৈধ) নিয়ে সারা দেশে হইচই হলেও শিক্ষামন্ত্রনালয় সহ সরকারের উচ্চ মহল এ ব্যাপারে সম্পূর্ণ নিরব ছিল।
বলা যায় নিবন্ধিত সাধারণ, মেধাবী প্রার্থীরা বাধ্য হয়েই শিক্ষক হবার স্বপ্ন মনে লালন করেই অবশেষে উচ্চ আদালতের শরণাপন্ন হয়। এ যাবত গোটা বাংলাদেশে খন্ড খন্ডভাবে প্রায় ২০-২৫ টি রীট হয়েছে এবং ১০/১৫টির ১ম শুনানিও সম্পন্ন হয়েছে। সকল রীটের উদ্যোক্তারা জরুরী এ সভায় অংশগ্রহন করে পরবর্তী সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে মর্মে ঐক্য পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।