ব্রেকিংনিউজ সম্পাদকের সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংনিউজ.কম.বিডির প্রকাশক ও সম্পাদক মো. মাইনুল ইসলামের সহধর্মিনীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩১ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘টাঙ্গাইল জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল ইসলামের সহধর্মীনি সাবিরা সুলতানা’র মৃত্যুতে মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা সাবিরা সুলতানাকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে মৃয়মান পরিবারবর্গকে এই বিশাল শোক সহ্যের ক্ষমতা দান করেন। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
এছাড়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু অপর এক শোকবার্তায় মো. মাইনুল ইসলামের সহধর্মীনি সাবিরা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার (৩১ অক্টোবর) বাদ যোহর রাজধানীর বাসাবোর ছায়াবিথী জামে মসজিদে মাইনুল ইসলামের সহধর্মিনী সাবিরা সুলতানার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফাসহ মরহুমার বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
জানাজা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামে নেয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বুধবার ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। স্বামী ও কলেজপড়ুয়া একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমান বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাসাবোর বাসায় অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গত শুক্রবার (২৬ অক্টোবর) স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।