ভারতীয় মন্ত্রীর রাস্তায় প্রস্রাব করার ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রকাশ্যে প্রস্রাব করার ছবি ভাইরাল হওয়ার পর তোপের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। খবর আনন্দ বাজারের।
শুধু তাই নয়, তার গাড়িতে লালবাতি লাগানো থাকা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এ মন্ত্রী।
যদিও মন্ত্রী রাধামোহন নিজের ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
তিনি বলেন, ন্যাশনাল হাইওয়ে ২৮ এর বিশাল এলাকায় টয়লেট না থাকায় তিনি রাস্তায় প্রসাব করতে বাধ্য হন।
বৃহস্পতিবার নিজস্ব টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর ওই ছবি শেয়ার করেছে রাষ্ট্রীয় জনতা দল। অবশ্য ঠিক কবে রাধামোহন এ কাজটি করেছেন ছবিতে তা উল্লেখ নেই।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, গেলো ২৫-২৬ জুন বিহারের মোতিহারিতে মন্ত্রীর সফরের সময়ই সে ছবি তোলা হয়েছিল।
ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে নিজের লালবাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে একটি দেয়ালের গায়ে প্রস্রাব করছেন মন্ত্রী। অন্য দিকে মুখ ঘুরিয়ে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি প্রকাশ্যে আসামাত্রই মন্ত্রীর এই আচরণকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। সোশ্যাল দুনিয়ায় এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ তো বটেই, অনেকে আবার মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
পাশাপাশি রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রতিবাদ তো চলছেই।
আম আদমি পার্টির (আপ) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আইনজীবী সোমনাথ ভারতী বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর যদি ‘স্বচ্ছ ভারত’ অভিযানে এতটাই একনিষ্ঠ হয় তবে এই আচরণের জন্য মন্ত্রীর কাছে জবাবদিহি করা উচিত।
চিত্তজিৎ মিত্র নামে এক লেখকের কটাক্ষ, ‘স্বচ্ছ ভারত’ অভিযানের জন্য সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করা হচ্ছে আর রাধামোহনের মতো মন্ত্রীরা এভাবে প্রকাশ্যে প্রস্রাব করছেন, বাহ্, নরেন্দ্র মোদিজি, বাহ্!
গত মাসের ১ মে থেকেই ভারতের মন্ত্রী-আমলাদের গাড়িতে লালবাতির ব্যবহার নিষিদ্ধ করেন দেশটির সুপ্রিম কোর্ট।
তা সত্ত্বেও ছবিতে দেখা গেছে, মন্ত্রীর গাড়িতে লালবাতি লাগানো রয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।