বইমেলায় এসেছে ‘’আমরা ৯৩’’ এর ১২ জন বন্ধুর গল্পের সম্ভার- ভালোবাসার পঙক্তিমালা
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে ‘’আমরা ৯৩’’ এর ১২ জন বন্ধুর গল্পের সম্ভার ‘’ভালোবাসার পঙক্তিমালা’’ একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ হয়েছে মোঃ শরিফুর রহমান এর সম্পাদনায় ’’শব্দশিল্প’’ প্রকাশনী হতে।
১৮ মার্চে শুরু হওয়া বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১৯ ও ২০ নং স্টলে (রমনার অপজিট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর গেট দিয়ে ঢুকলেই প্রথম সারিতে) ।
গতকাল শনিবার থাকার পরও বইমেলায় তেমন ভিড় ছিলনা। বই কেনার আগ্রহও ছিল তুলনামূলক কম। তবে পাঠক, লেখক ও প্রকাশকরা বললেন, দিন যাবে আর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বেড়ে এবারের অমর একুশে গ্রন্থমেলার সব আয়োজন স্বার্থক হয়ে উঠবে।
বাংলাদেশের পাঠকদের পাঠ্যসূচিতে দিনে দিনে পরিবর্তন আসছে যা এই বইমেলা থেকে জানা যায়। গত কয়েক বছর ধরে ক্যারিয়ার সহযোগী বই, মোটিভেশনাল বই, অনুবাদ বই এবং ইসলামিক বইগুলোর প্রতি পাঠকের আগ্রহ লক্ষ্যণীয়। শিশুদের বইগুলোতেও প্রচুর বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে, যা শিশু পাঠকদের বই সংগ্রহের প্রতি আগ্রহ বাড়িয়ে দিবে।
বিভিন্ন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা যায়, বই বিক্রির ক্ষেত্রে তরুণ লেখকদের পাঠক সাদরে গ্রহণ করছেন। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে বলে জানান তারা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে ‘’ভালোবাসার পঙক্তিমালা’’ বইটি নিয়ে।