ভাল চিকিৎসার অভাবে নয়ন আজ পঙ্গু!
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“আপনি কনতো না খেয়ে কয়দিন বই পড়া যায়? খুব ইচ্ছা বই পড়ি বড়ো হয়য়া ডাক্তার হইম, আর বোদায় হবার পাইম না। যে ওভাব ভাতে মেলে না। বইটই পড়া বাদ’। এমন দারিদ্র্য গল্প শুনাচ্ছে ৮ম শ্রেণীর ছাত্র নয়ন ইসলাম।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ি গ্ৰামের নিখোঁজ মমিনুর রহমানের ছেলে। তিন বোন এক ভাইয়ের মধ্যে নয়ন সবার ছোট। সে শালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
২০১২ সালে ভূল চিকিৎসায় আজ পঙ্গুত্ব বরণ করার পথে নয়ন ইসলাম। চিকিৎসক জানিয়েছে তার অপারেশন করাতে এক লাখ টাকার প্রয়োজন।
মা রুপালি বেগম বলেন-“চিকিসার টাকা কোটে পাং বাহে ,১ লাক টাকা নাগে,একটা মানষি কাম করোং, খাবারে হয়না বই পড়াং কিদি আর চিকিসা’।
তিনি আরো জানান -২০০৭ সালে স্বামী নিখোঁজের পর সংসারের হাল ধরতে হয় তাকে।
দারিদ্র্যতার মধ্যে তিন মেয়ের বিয়া দিতে যা সয় সম্বল ছিল শেষ হয়ে যায়। টাকার অভাবে নয়নের ভাল চিকিৎসা করাতে পারেন নি।
শালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম জানান- নয়ন পড়াশোনায় অনেক ভালো ছাত্র সে অষ্টম শ্রেণীর (ক) শাখা ১৪ নম্বর রোল।
ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার জানান- তাকে যথেষ্ট সাহায্য সহযোগীতা করা হবে।
তার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।