আটোয়ারীতে ২ কোটি টাকা ব্যয়ে আরো ৩টি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুরে চুচুলি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাজি মন্ডল হ্াট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাট বারআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান।
ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রতিটি বিদ্যালয়ের মাঠে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক মন্ডল আলোচনা সভার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২তলা বিশিষ্ট ৩ টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা বিভাগে কি পরিমান উন্নতি হয়েছে তা বিশ্লেষন করে বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অন্যানের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্বাস আলী, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়ন্ত কুমার শাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ সেলিম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ জামিলুর রেজা মানিক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সহ এলাকার সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।