ভুখা মানুষ
ভুখা মানুষ
শাহিন মামুন
ভাত দাও হে পাঞ্জেরী!
নইলে যে মানচিত্র চিবিয়ে খাবো।
কারন, আমি মানুষ সে তো সহসাই ক্ষুধার্ত।
তাই ক্ষুধার জ্বালায় ভুলে গেছি
দেশ প্রেম আর দেশের মানচিত্র।
ক্ষুধার্ত চায় সর্বদা তার ভুখা পেটের আহার।
যদি না পারো তুমি পাঞ্জেরী তুলে দিতে
আমি ভুখারীর পেটে আহার
তবে জেনে রেখো তুমি পাঞ্জেরী
দেশপ্রেম আর দেশের মানচিত্রের মাঝেই
আমি ভুখারী মানুষ মিটাবো আমার
ভুখা পেটের আহার।
ভুলে যাও কি করে তুমি হে পাঞ্জেরী!
ক্ষুধার্ত আর দারিদ্র মানুষের কাছে
রাতের পূর্ণিমার আলোকিত ভরা চাঁদ
সেও যে লাগে ঝলসানো রুটির মতন।
অতঃপর ভুলে যাই আমি ক্ষুধার্ত মানুষ
ক্ষুধার জ্বালায় চাঁদ আর রুটির মাঝে পার্থক্য