এম এস ইসলাম আকাশ এর কবিতা-ভুল ভুল আর ভুল
ভুল ভুল আর ভুল
——————এম এস ইসলাম আকাশ
স্মৃতিরা অবিরত তাঁড়িয়ে বেড়ায়
ভাবনার সাগরে হাঁবুডুবু খাই,
কোথায় শুরু কোথায় শেষ
বুঝিনা ক্রমেই বাড়ে জীবনের ক্লেশ।
জন্ম থেকেই ভাগ অংকের মত
নিঃশেষে বিভাজ্য নই,
অবিরত বাড়ে কষ্টের তিলক
ক্রমশ কালো হয় সুখের সাদা পালক।
জীবনের প্রতিটি সময়ের হিসাব
বাঁধা পড়ে হিসাবের খেড়োখাতায়,
খসড়া হিসাব পাকা পোক্ত হয়
ভুলের খেসারতে বিনা বাঁধায়।
জীবনের ভুল গুলো বাধাহীন
ঘুরে ফিরে বারে বারে অন্তহীন,
সে যেন চঞ্চলা ঝর্নাধারার মত
বুকের বাম পাশটায় আঘাত হানে
অবিরত।
ভয় হয় কখন না আবার ভুমিকম্প হয়
উল্টে পাল্টে সব কিছু হয় ঝঞ্জাল,
ভুলের ভিতে তৈরি নাজুক পাটাতন
দুমড়ে মুছড়ে ভাগাড়ে হয় যে কখন!
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে
ভুল গুলো অপেক্ষায় থাকে,
কখন আবার হবে ভুল
হিসাবের খাতায় পড়ে হুলস্থুল।
যন্ত্রণা দগ্ধ সময়ের কথকথা
বেড়ে চলে শুধু হৃদয়ের ব্যাথা,
ভুল ভুল আর ভুল
দিয়ে যাচ্ছি তাই তার মাসুল।