ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা-বাস্তবতা
বাস্তবতা
———-ভূপেন্দ্র নাথ রায়
রাজা হলো রানী,
মন্ত্রী হলো কী
সত্য যদি মিথ্যা হয়
ধনী অভাবী!
এমনি করে জগৎ সংসার
চাটুকারে ছারখার
যে সভায় মূর্খ পন্ডিত
জ্ঞানে গুণে একাকার!
মিথ্যা কয় শুনো ভাই
সত্যের কোন জোর নাই
আসো যদি ছত্রতলে
বিশ্বজয়ে ধ্বজা উড়াই!
নিশীথে বাঁশি বাজে
দিনে লয় অতি কাজে
অসুন্দর হিংসে করে
ভেনাস তাই মুচকি হাসে!