ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে অনলাইনে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে।
যেকোনও ভোটার নির্বাচন কমিশনের ওয়েসাইটে প্রবেশ করে https://services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবেন।
কমিশনের তথ্যানুযায়ী, প্রথমে খালি ঘরে নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে।
এরপর জন্মতারিখ লিখে বাম পাশে দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিয়ে ডান পাশে বক্স পূরণ করতে হবে। সব তথ্য সম্পন্ন হলে ‘ভোটার তথ্য দেখুন’ লেখায় ক্লিক করলেই পাওয়া যাবে ভোটারের ভোটকেন্দ্র।