সেলিনা জাহান প্রিয়ার কবিতা-মগ্ন প্রতীক্ষা
মগ্ন প্রতীক্ষা
———- সেলিনা জাহান প্রিয়া
আমাকে নিয়ে জীবন ফুরায় জীবনের মত করে
এপারে ওপারে কোথায় দাঁড়াবে গিয়ে? প্রেম বলে !
যে মেয়েটি মারা যাবে তার পছন্দের ফুল গুলো
ভেসে যায় নীলাভ জলের নদীতে নিরবধি জলে
খুব গোপনে গোপনে দূরদেশে, ঘুরে ঘুরে আসে
কতদূরে কোথায়? জীবন কেবল ছুটে চলে ,
সস্থির নিঃশ্বাস চেয়েছি বলে, পথে পথে ফেলে যাই
আমার হাতের কত ছুয়া সেই পথে ফুল হয়ে ফুটে
সুখের স্বপ্ন নিয়ে বাচে মেয়েটি তার স্বন বুননে
অনেক ঘুমাবার কথা ছিল, তোমার হৃদয় কুটীরে
হাজার তারা নিয়ে আকাশ দেখি জোছনা রাতে
আকাশ হাসার কথা ছিল, মেঘ এলো সেই কালে।
দেখি আকাশের ঘন নিলে শুধু তোমায় চেয়ে
তারপর সাত রঙে ইন্দ্রধনু শাড়ি গহনায় ডাকে,
দেখি আবৃত কোন ঘুধুলি বেলায় তুমি বহু দূরে
তুমি হারিয়ে যাও অচেনার দেশে আমায় রেখে ……
দেখিবার তরে কেউ নেই প্রমত্তা ঢেউ, দশদিকে প্রবাহিত
বেরুবার পথও ভুলেছি অজানা গভীরে ,নাই রে ঠিকানা
প্রতিদিন অপেক্ষা। প্রতিটি রাতে পরিপূর্ণ মগ্ন প্রতীক্ষা
কোথায় যে গেছে চলে সুদূরের হ্যাঁচকা টানে
না বলে কয়ে উড়ে গেছে আকাশও দিগন্ত পানে।
সুদীর্ঘকাল আমিও ঝুঁকে আছি নীলাভ জলের নদীতে
জলের বাগানের দিকে, গাছেদের কাছাকাছি আসি
অপেক্ষা অপেক্ষা মনে, সতত প্রেমে সাঁই সাঁই ফুলও
ঝরাপাতার সন্ধানে জাপটে ধরি পাথরকুচি মেঘ,