মনমুদ্রার এপিঠ ওপিঠ
মনমুদ্রার এপিঠ ওপিঠ
– সাকিব জামাল
আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক !
যতোই উল্টে পাল্টে দেখো – কেবলই তোমার জন্য ভালোবাসা ।
নেই কোথাও, কোন ফারাক !
আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক !
দৈবিকভাবে চয়ন করে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
টোকা দিয়ে ঘুড়িয়ে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
কোনদিকে ছুঁড়ে ফেলে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
নানাভাবে সময়,অসময়ে ঝাঁকিয়ে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
কথায় বলে, মুদ্রার এপিঠ ওপিঠ এক-
এ আর নতুন কি- হয়তো এমনও ভাবতে পারো !
আমি দেখেছি- প্রায় দেশের বিহিত মুদ্রার এপিঠ ওপিঠ ভিন্ন !
তবে, বিনিময় হয় তারও ।
আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক !
মুদ্রার মানও ভালো !
নিশ্চিন্তেই তুমি, তোমার মন বিনিময় করো –
ছড়াক সাদা মনে ভালোবাসার আলো ।।