মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- মনের বয়স
মনের বয়স
-মোল্লা মোঃ জমির উদ্দিন
বাড়েনি মনের বয়স
লিকলিকে শরীর বেড়েছে
পাল্লা দিয়ে তুখোড় দৃস্টি
পরেছে গোলাপের গায়।
কাটাযুক্ত ফুল হাত
দেবার সাহস হইনি
অপ্রতিরোধ্য কিশোরী
পাপরিগুলো ছিড়ে নেবার
আপ্রাণ চেষ্টা করে
ব্যর্থ হয়েছে, গোলাপটা
শীর্ষে ছিল,পাঁপড়ি
মেলতে তখনও দেড়ি।
মাত্র ক’দিনেই ফুল
ফুটে ঝরে গেল
কিশোরীর কান্না থামেনা
রাস্তায় শুয়ে বিলাপ
কেঁদে মাঠে গড়া গড়ি
শুকনো খরখরে মাটির
চাইগুলান ভিজিয়ে
আহাজারি থামছেই না।
মা ফিরিয়ে আনতেই
হিমসিম খাচ্ছিলেন,জীবন
এত বিচিত্র অনুভূতির
সমাহার, এটা নার চার
চলতেই থাকবে যতই
সময় বদলে যাক।
সমস্ত শক্তি খাটিয়ে
মা টেনে হিঁচড়ে
বাড়ির উঠানে ফেলে
রাখলেন, রাত অবধি
খাওয়া নাওয়া নাই
শুধু বিলাপ আর
ফুলটা তার চাই-ই।
এই দুরন্ত রাঙা সময়টা
১৪ বছরের মতো
বালাই আর নাই
পরম যত্নে সামলে
নিতে হয় বাবা-মাকেই।
গোলাপ যেমন ফুটে
নিয়ম ভাংতে চায়না
মনের বয়স ঠিক
জায়গায় থাকে,নিয়ম
মানতে চায় না।