রাজু আহমেদ এর কবিতা- মরছে বিবেক
মরছে বিবেক
রাজু আহমেদ
এই তো সেদিন তাকিয়ে দেখি
বাসের ধাক্কায় রাস্তার ধারে,
আঘাতে মাথা ও গা থেকে
তার অবিরত রক্ত ঝরে।
নিথর হচ্ছে দেহ ধরছেনা কেহ
তুলছে ফটো মোবাইলে,
নেই কারো চিন্তা, চেতনা, বিবেক
নিতে হবে হাসপাতালে।
দৌড়ে কাছে গিয়ে বললাম
আমার সাথে ধর বাঁচাতে হবে,
কথা শুনে চারদিক ফাঁকা
পিছপায়ে চলে যাচ্ছে সবে।
নিমিষেই নির্জন জনশূন্য
চোখ তার আধারেই বন্ধ,
মরেনি সে, মরছে বিবেক
সবে মিছে মায়ায় অন্ধ।
অতঃপর জানতে পারি পরে
একাকী দুঃখিনী মা ঘরে,
মায়ের ঔষধ নিতে বেরিয়েছে
চিরকুট পকেটের অভ্যন্তরে।
মা দুঃখিনীর একমাত্র সম্বল
রাস্তায় গেলো মারা,
রাজু বলে সাবধান হও সবে
ড্রাইভার আছ যারা।।