ডিমলায় এক পুলিশ সোর্সের মরদেহ উদ্ধার
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ মঙ্গলবার অনিল চন্দ্র রায় (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ নীলফামারীর ডিমলা থানা পুলিশ উদ্ধার করেছে। সকালে ডিমলা উপজেলার সদরের একটি কেজি স্কুল সংলগ্ন গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই বৃদ্ধ এলাকার সরদারহাট গ্রামের হরলাল রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডিমলা থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল।
এলাকাবাসী জানায়- পারিবারিক কলহের কারনে স্ত্রীর সাথে অভিমান করে অাত্মহত্যা করেন।
ডিমলা থানার এসআই সজল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।