ত্রিশাল মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত ২
মোমিন তালুকদার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় নামক স্থানে আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইং তারিখে জামালপুর হইতে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো,ব-১৫-১৬১৪), শিকদার এন্টারপ্রাইজ (ময়মনসিংহ,গ-১১-০০৪) এর পেছন থেকে ধাক্কা দিলে রাজিব গাড়ীতে থাকা একজন যাত্রী বাসের বনার্ড ও ইঞ্জিনের মাঝখানে আটকে যায়। রাজিব গাড়ীর দ্রুতগতীর কারণে এঘটনার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। দ্রুত খবর পেয়ে ত্রিশাল ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ষ্টেশন অফিসার মুনিম সারোয়ার ও লিডার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধারকর্মী ফায়ারম্যান মোঃ কামরুল হাসান, মোঃ মনিরুজ্জামান, আব্দুল কাদির, ইমরান হোসেন ও আরিফ মাহমুদ আটকাপড়া লোকটিকে স্পেডারের মাধ্যমে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। আহতরা হলেন মোঃ বায়জিদ (২৫) ও আঃ ছালাম(৫৫) ।
ষ্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, ত্রিশাল ফায়ার সার্ভিসের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে এবং দুর্যোগ মোকাবেলায় জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে এটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। বর্তমান সরকারের শাসনামলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বহুমুখী অগ্রগতি ও উন্নয়ন ধারাকে কর্মকর্তা-কর্মচারীরা আশীর্বাদ হিসেবে গণ্য করছেন এবং এটিকে স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করছেন। এ বিভাগের কর্মীদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে আমরা সর্বস্তরের জনসাধারণের সম্পৃক্ততা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।