এম এস ইসলামের আকাশের কবিতা- মা
মা
—– এম এস ইসলামের আকাশ
কি দিয়ে শোধিব তোমার ঋণ
হৃদয়ে বাজে কষ্টের বীণ,
বেচে থাকতে দেইনি তোমায় যোগ্য
সন্মান
তাইতো চলে গেলে করে অভিমান।
দিয়েছ জন্ম, চেয়েছ হই মানুষ
হয়তো রাখতে পারিনি তোমার মান,
না পারার বেদনায় আমি হয়েছি ম্লান
হৃদয় মাঝে বাজে ব্যার্থতার গান।
ডানে বললে বায়ে যেতাম
বায়ে বললে ডানে,
কি জিনিয হারিয়েছি
আজ ভাবি বসে আনমনে।
কেউ বলেনা আজ “কি হয়েছে বাপ
তোমার মনে কেন কষ্টের ছাপ?
” “বল বাপ বল আমায় কি এমন কষ্ট
তোর?”
কষ্ট হতো দূর শুনে মায়ের স্নিগ্ধ সুর।
আজ হারিয়ে গেছে মধুর সুরের সেই
বাশি
তাই তো কষ্টরা আজ ভীড় করছে রাশি
রাশি,
বুঝিনি তখন ছিলে যখন হয়ে বট ছায়া
আমায় রাখতো ঘিরে অসীম এক মায়া।
আজ নেই তুমি
আছে শুধু তোমার আর্শীবাদ খানি,
শত কষ্ট শত বেদনায়
স্মরি শুধু তোমার অপূর্ব মুখখানি।