মাদক, ফুটপাত দখল এর বিরুদ্ধে অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
রনি ইমরান, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় মাদক ফুটপাত দখল করে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার দুপুরে শহরের প্রধান সড়ক ও আশপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময় শহরের রূপকথা রোডের শহীদ আমিনুদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবন থেকে মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- ফরিদ আলী (৪৮), রমজান (৪৮), সাইফুল (৪০), আব্দুস সালাম (৪০), সাইদুর ইসলাম (৫০), মনিরুজ্জামান (৫০) ও হানিফুল (৪২)। পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এবং পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম এর নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু। পাবনা আব্দুল হামিদ রোডের মূল সড়কের দুপাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, ব্যবসায়ীদের সতর্কও করেন তারা। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানাও করা হয়। পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। জেলা শহরের প্রধান সড়ক দখল করে অনেক ব্যবসায়ী স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন। বার বার সতর্ক করার পরেও তারা অবৈধ দখল ছাড়েন না। আজকের অভিযানে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, দেশব্যাপী মাদকবিরোধী চলমান অভিযানে পাবনায় পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পাবনায় গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ প্রায় অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান চলছে চলবে যেকোন মূল্যে পাবনা জেলাকে মাদকমুক্ত করা হবে বলেও জানান তিনি। পাবনা শহরে ফুটপাত দখল ও মাদক বিরুদ্ধে এ ধরনের অভিযানকে শহরবাসী অভিনন্দন জানিয়েছেন। উৎসুক সচেতন জনতারা পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সামনে পেয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা বলেন এ ধরনের অভিযান যেন সবসময় অবাহত থাকে।
রনি ইমরান
পাবনা প্রতিনিধি
মোবাইল-০১৬২৯৮৫৪৮৯১
২৩-০৫-২০১৮