টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১০ ডিসেম্বর “জাতীয় মানবাধিকার দিবস” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরীন জাহান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি অনিক রহমান, ব্লাস্টের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগন।