মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-মানব জনম
মানব জনম
মোঃ আরিফুল ইসলাম
দিবস ও রজনি আমি এহি ভাবনায়,
পুন্য এ খাঁচা কবে শূন্য হয়ে যায়।
সাঙ্গ হবে রঙ্গলীলা তিমির হবে রাত,
অন্তহীন সে রাতের হবে না প্রভাত।
বন্ধ হবে ছন্দ যত বুকের স্পন্দন,
বিদায়ের বিরহে আপনজনের ক্রন্দন।
মাটির দেহ মাটি হবে উরে গেলে প্রাণ,
রইবেনা দামি পোষাক সুগন্দির ঘ্রান।
নিথর দেহ বইবেনা কেহ নেবেনা কেউ ভার,
কত ধন রেখে গেলে করবেনা বিচার।
রইবে শুধু কৃতকর্ম ভাল কিংবা মন্দ,
হিসাবের খাতা তোমার হয়ে যাবে বন্ধ।
এমন মানব জনম আর পাবে না আসবেনা এ ধরায়,
কালে কালে সব কালের অতল গহ্বরে হারিয়ে যায়।
জন্ম যেথা মৃত্যু হেথা এটাইতো রীতি,
রয়ে যায় শুধু কর্মফল রেখে যাওয়া স্মৃতি।।