শাহিন মামুন এর কবিতা-মানব জাত
মানব জাত
-শাহিন মামুন
মানুষের আবার জাত হয় না কি?
জাত তো শুনেছি হয় পশুর
কোরআন পড়িলে হয় সে মুসলিম
রামায়ন গীতায় সনাতন
ত্রিপিটকে বৌদ্ধ জানি,বাইবেলে খ্রিষ্টান।
গ্রন্থে কি রে হয় রে পরিচয় মানুষের জাত
গ্রন্থ সে তো কেবলই ধর্মের বাহক।
গ্রন্থের মাঝে করিস না মানুষ
মানুষ হয়ে মানুষের জাতের তফেৎ
মানুষের পরিচয় মানুষ খুলে দেখ
একবার ঐ কোরআন-গীতা আর ত্রিপিটক-বাইবেলে।
মানুষ এনেছে ধর্ম,ধর্ম আনেনি কভু মানুষ
তবে কেন সেই মানুষ হয়েই ধর্মের দোহাইয়ে
মানুষকে করেছিস হিন্দু-মুসলিম আর
বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের নামে জাতের ভেদাভেদ?
স্রষ্টা থাকে মানব অন্তরে নিরাকার রূপে এ জগৎময়
স্রষ্টাকে কভু খুঁজো না মানুষ সাকার রূপের মাঝে
ঐ মসজিদ-মন্দির আর গীর্জা-প্যাগোডায়,
মানুষের মাঝে স্রষ্টাকে খুঁজো,মিলিবে আল্লাহ -ইশ্বর-ভগবান
সবার উপর মানুষ সত্য,তার চেয়ে নাই কিছু মহিয়ান ও গরিয়ান।
মানুষ হয়ে মানুষেরে করো যদি তুমি ঘৃণা আর অবহেলা
তবে বৃথা তোমার সিন্নী -প্রসাদ ঐ মসজিদ-মন্দির আর গীর্জা-প্যাগোডায়।
হিন্দু-মুসলিম আর বৌদ্ধ-খ্রিষ্টান সে তো কেবলই মানুষের ধর্মের পরিচয়
নয়তো মানুষের জাতের নাম এ জগৎময়।