মোঃ গোলামুর রহমান এর কবিতা- মানুষ পুড়া গন্ধ!
মানুষ পুড়া গন্ধ!
মোঃ গোলামুর রহমান
একটা ঝড়ো হাওয়া তছনছ করে দিল জীবন
বাঁচার শেষ অবলম্বন টুকু কেড়ে নিল
হায়রে পৃথিবী কি অদ্ভুত তোমার নিয়ম!
বারবার আগুন! বারবার মৃত্যু!
দগ্ধ লাশের মিছিল থেকে আসে
মানুষ পুড়া গন্ধ!
আগুনের ভয়াবহতা নিমিষেই জ্বলছে যায় দেহ
স্বজনের আত্মচিৎকার, আহাজারিতে
কাঁপে উঠে আকাশ-বাতাস।
মুহূর্তে হারিয়ে যায় স্বপ্নগুলো
নেমে আসে জীবনের অবক্ষয়
খসে পড়ে আপনজনের মায়ার বাঁধন!
ছিন্নভিন্ন হয়ে যায় আশা আকাঙ্ক্ষা।
বেঁচে থাকার শেষ অবলম্বন মর্গে
নিরব নিথর দেহ লুটিয়ে পড়ছে মাটিতে।
আমি স্তব্ধ বাকরুদ্ধ
বারবার দেখছি আগুনের তান্ডবে লন্ডভন্ড
জীবনের গতিপথ!
আশার প্রদীপ নিবুনিবু
স্বজনহারা মানুষের আর্তনাদ জীবন দুর্বিষহ করে তুলেছে
আর দেখতে চাই না আগুন
চাই না নাকে কোন পুড়া মানুষের গন্ধ!