মাভাবিপ্রবি অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসাসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির চিয়ার্স রেঁস্তোরায় বিশ্ববিদ্যালয়ের “এক্স-স্টুডেন্টস ফোরাম” এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক হলেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হক জসি, যুগ্ম আহবায়ক হলেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহবুব হাসান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ হাসান বখতিয়ার।
অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়েশনের প্রয়োজনীয়তা তুলে ধরে হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের প্রতিনিধিগন বক্তব্য রাখেন। তারাও বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের পরিকল্পনার কথা জানায় এবং অ্যালামনাই এসোসিয়েশনের যৌক্তিকতা তুলে ধরেন।