টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে ভিন্ন আঙ্গিকে বিশ্ব ভালোবাসা দিবস পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে ভিন্ন আঙ্গিকে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। এই দিনটিকে স্বরণীয় করে রাখতে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহরের দৃষ্টিনন্দন এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় মায়েদের পা ধুয়ে এইভাবে ভালোবাসা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে শতাধকি মা ৩ থেকে ৬ বছর বয়সী সন্তানদের নিয়ে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালোবাসা স্লোগানে শিশুরা মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়। ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকাদের মানসিকতা পরিবর্তনের উদ্দেশ্যেই এভাবে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি। ভালবাসা দিবস মানে কি শুধু তরুন তরুনীর যুগল প্রেম? মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানানোর ব্যতিক্রমী আয়োজনে সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়েছে মায়েরা। শিশুরা হয়েছে আনন্দিত। হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা নওশাদ রানা সানভী বলেন, ভালোবাসা দিবস শুধু যুগলদের জন্যই সীমাবদ্ধ নয়, নতুন প্রজন্মের মাঝে এই ধারণা পাল্টে দিতেই ভিন্ন আঙ্গিকে পালন করার উদ্যোগ নিয়েছি। মূলত নৈতিক শিক্ষায় শিশুদের গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি একরামুল হক খান তুহিন, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন ‘সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।